আমার উঠুনে এখন তার পড়েনা পায়ের চিহ্ন
শুনেছি এখন যে সে অন্য পাড়ায় বসত করে
ঘাট হয়েছে ভিন্ন।

এখন তার বদলে যাবার দিন
তাই নতুনের সন্ধানে ভুলে গেছে আমায়
ভুলেছে চারপাশ;
আমি কেবলই পথ চেয়ে
জেগে রই একা-
শুনেছি,
এখন নাকি তার স্বর্গেই বসবাস।।