গীর্জার ঘন্টা শুনবো বলে জেগে আছি,
তা কিন্তু নয় ; জেগে আছি বলেই
ঘন্টাধ্বনিটি শোনার জন্য
মনটা ব্যাকুল হয়ে উঠেছে......
ইচ্ছে করছে এখনই ভোর হোক;
এখনই ঢং ঢং আওয়াজে
কবর থেকে জেগে উঠুক
আমার মৃত আত্মা.....
সকলের সাথে আমিও সারিবদ্ধভাবে
উপস্থিত হই বেদীতলে ; আর
সকলের মত আমিও গেয়ে উঠি
ভজনসংগীত....
ধূপের গন্ধ আর মোমের আলোয়
ভরে উঠুক গীর্জার প্রাঙ্গণ
শুধু একবার মধ্যরাতে
জেগে উঠুক ঘুমন্ত পৃথিবী
ভেঙ্গে যাক সকল নির্জনতা...
উচ্চস্বরে সকলে গেয়ে উঠুক
ভগবানের মহিমা.......
কিছু পাখি এখনই উড়ে যাক দূরে
কিছু রোদ খেলা করুক ঘাসে...

২৭ জুন ২০১৭