চিৎকার করে আর বলতেও পারিনা
আয় বৃষ্টি ঝেপে আয়
ডুবে যাক উঠুন বারান্দা ঘর;
মুছে যাক মৃত্যুর হাহাকার
নীরব হোক স্মৃতির আস্ফালন
সব ব্যথা উড়িয়ে নিতে
উঠুক ভীষণ ঝড় !!