তোমায় নিয়েই বাস করি সর্বক্ষণ
মৃত শরীরে নড়ে ওঠে তোমার নিঃশ্বাস;
ফুটে ওঠে দুইচোখে সূর্যের অহংকার
আবারও চোখ মেলে দেখি চারপাশ;
তোমার নীরব স্পর্শেই জাগে শিহরণ
বেড়ে ওঠে তোমার প্রতি-
আমার অবারিত বিশ্বাস ।।