পাথরের আঘাতে থেমে যাবে পথ
কেবল কেঁদে কেঁদেই কাটবে জীবন
এমন তো নয়;
ধৈর্যের বাধ ভেঙ্গে সীমাহীন স্রোতের মত
আমি হেঁটে যাই বহুদূর, ক্ষত হয় পা
সহ্য করি সূর্যের উত্তাপে জ্বালা ধরা শরীরের
ভুলে থাকি যা কিছু হারানোর ভয়,
ভুলে থাকি নির্দয় উপেক্ষা
দুর্ভিক্ষের লাভায় করি স্নান, হই পুণ্য-
সম্ভাবনার আধারে থাকি লয়।।