ঘুম ভেঙ্গে গেল দুঃস্বপ্নে-
দরজা খুলে দাঁড়াই নিঃশব্দে
চোখ মেলি দূরে, বহুদূরে
পুরো বারান্দা জুড়ে কেবল নীরবতা;
জানি সে আসবেই-
নিয়ে যাবে মেঘের দেশে
বজ্রের আঘাতে ভেঙ্গে দেবে
পাথরে জমে থাকা ব্যাথা-
বৃষ্টির জলে ধূয়ে দেবে
যত কান্না, যত ব্যাকুলতা !!