সেদিন যদি এতটুকুও সাড়া দিতে-
যদি আমার কম্পিত হাত দুটো ধরে উঠে দাঁড়াতে
তবে আজও এই হাতে লেখা হতো
আরও অজস্র কবিতা ।।
যদি একবার চোখ মেলে চাইতে
যদি শুষ্ক ঠোঁটদুটো কেঁপে উঠতো
তবে রাশিরাশি পোড়া ছাই মেখে
দুইচোখ আজ অন্ধ হতো না;
থেমে যেতনা আমার সকল উপাখ্যান।