যে দিলো এই সকল বাঁধন খুলে
তার কারণেই বাঁচি দুঃখ ভুলে
ছেড়া তারে জুড়িয়ে দিয়ে ভালোবাসার সুর;
আজকে যখন এলাম চুপেচুপে
শূন্য গৃহ তাকায় রুদ্ধ রূপে
তার বীণা আজ অগোচরে বাজছে বহুদূর ।।
যাবার বেলায় যায়নি বলে কিছু
তবুও এ মন, ঘুরে তারই পিছু
দুঃখের সেতার বুকের মাঝে একলা বসে কাঁদে;
শিউলী মালা যায় শুকিয়ে ভোরে
মরার মতই রই পরে তার দোরে
ঝড় বয়ে যায় আকাশ পরে নীরব আর্তনাদে ।।