রোদের প্রলেপ মাখি সারা গায়ে
সূর্য্যের পানে চলি উদাস পায়ে
চাঁদের কিরণ মেখে জাগি রাত্রিকাল;
মেঘ ডেকে তুমি এসে বাদল ঝরায়ে
কাছে টেনে নিলে দুবাহু বাড়ায়ে
আনলে বুকে অঝোরে বৃষ্টির উত্তাল। ।।
১২/৩/২০১৯