ঘুমে আবৃত নিশ্চল দেহটির দিকে তাকিয়ে
পাশে শুয়ে থাকা মানুষটি নিশ্চিন্তে ঘুমায়;
আমি নির্ঘুম পড়ে থাকি সারা রাত।

সকালের সূর্য জানালায় উঁকি দিয়ে
ফিরে যায় অন্যঘরে;
আমার তখনও চারপাশ অন্ধকার,
আমি আর খুঁজি না প্রভাত ;

বাইরে বৃষ্টির শব্দ, আমি ভিজে একাকার
কেবল সেই দেখে আমার নির্ঘুম চোখ,
বোঝে আমার অন্তরের কথা,
আমি বৃষ্টির জলে ভাসিয়ে বেড়াই
সকল শোক, সকল আঘাত !!