কতটা দুঃখ পেয়ে পাহাড় দাঁড়িয়ে থাকে নির্বাক
কতটা কান্নায় বুক ভাসায়ে ঝর্ণা ছুটে চলে সকাতরে
তাই দেখে দেখে ভাবি আমার সকল দুঃখ পড়ে থাক্
আবারও লিখে যাই যত কবিতা জীর্ণ পাতা ভরে ।।