ইচ্ছে করে জলের কিনারে বসে থাকি
সাগরের তর্জন-গর্জন শুনি দিনরাত;
এই জলেই অলক্ষ্যে ভেসে গেছে সব সাধ
আমি তারই স্পর্শ পেতে
মেলে দিই দুই হাত ।।