আমি বারবার ছুটে যাই ভুল ঠিকানায়
ছুঁয়ে দেখি প্রতিদিন মৃত্যুর কী রূপ
ফিরে আাসি একান্তে নিজের ঘরে
চিতা জ্বলে বুকের ভিতর, জ্বলে গন্ধ ধুপ ।।