সেই কবে দুজন পথ হেঁটেছি একসাথে
একই স্বপ্নে ঘুমিয়েছি, জেগেছি প্রভাতে।।
আজ বহুদূরে তোমায় টেনে নিয়ে গেছে রথ
নিঃশব্দে থেমে গেছে আমার একলা চলার পথ।।
গড়ে উঠেছে দুজনার মাঝে নির্মম ব্যবধান
একসাথে পথ চলার আজ হলো অবসান ।।
বৃষ্টিবন জুড়ে কেবল অসংযত দাবালন
ভেঙ্গেছে বুকের পাঁজর, শুকিয়েছে চোখের জল।।