চারিদিক থেকে ভেসে আসে শব্দ
বাতাসের শব্দ, স্রোতের শব্দ
বৃষ্টির শব্দ, বজ্রের শব্দ
গানের শব্দ, নূপুরের শব্দ;

একটি শব্দ দিয়েও
এখন আর কবিতা লেখা হয়না।
কেবল পাহাড়ের মত নীবতায়
হুহু করে প্রাণ কাঁদে
তারই শব্দে ভেসে যায় বুক
ভেসে যায় চোখ
পাষাণ হৃদয়ে কে যেনো বসে
শব্দহীন গান বাঁধে ।।