এতকাল বেশ তো ছিলাম;
সকালে প্রাতঃস্নান সেরে, ফুল কুড়িয়ে,
ধূপ-বাতি জ্বালিয়ে পূজো দিয়েছি
সন্ধ্যবীণ বাজিয়ে, প্রদীপ জ্বালিয়ে
ভক্তি-ভজনে মুখর করেছি মন্দিরের চারপাশ

আর এখন-
তোমার সাথে আমার বিরোধ-
বিশ্বাস-অবিশ্বাসের তুমুল দ্বন্দ্ব;
নিজেকে বন্দি করেছি ঘরে
নির্জন অন্ধকারে-
সজোরে দোয়ার রেখেছি বন্ধ ....