তুমিই আমার রাঙ্গা রবি
রাত পোহানো ভোর ;
ঘুম ভাঙ্গাতে ডাকলে এসে
খুলে দিলাম দোর ।।

হালধরা এক মাঝি তুমি
দক্ষ কর্ণধার ;
নৌকা ভাসাও অসীম জলে
করো ঘাটে পার ।।

আঁধার রাতে জ্বালাও আলো
থাকি শঙ্কাহীন ;
দিনরাত্রি অন্তঃপুরে
বাজাও সুখের বীণ ।।