দরজা জানালা বন্ধ করে দাও
এঁকে দাও দেয়াল জুড়ে বিষন্নতার ছাপ;
থেমে থাক বৃষ্টির নন্দিত শিহরণ
নিস্তেজ শরীরে না লাগুক সূর্যের উত্তাপ ।।
থেমে যাক বনজুড়ে জোনাকির গুঞ্জন
নাই বা পেলাম চাঁদ দুই হাত বাড়িয়ে
ছলছল দুই চোখে জলছবি এঁকে যাই
ভেসে যাক শত নদী বক্ষ ছাপিয়ে ।।