এখন
সে আর জানতে আসেনা
আমি কেমন আছি;
রাতের পর রাত জেগে
শব্দের পর শব্দ সাজিয়ে
কতটা কবিতা বুনছি ।।
মেঘের ডাকে এখনও বৃষ্টি ঝরে
পুরনো বাঁশি গোপনে বাজে-
উদাস করে।।
বেলা ডোবে তালপুকুরে সাঁতার কেটে
হয়তো ওপারেই তার বাড়ি-
আসবে ধীরে হেঁটে ।।
কান পেতে থাকি বৃষ্টির মোহনায়
স্রোতের টানে একলা ভেসে
দিন ফুরিয়ে যায়।।