ঈশ্বর!! ঈশ্বর!! বলে চিৎকার করেছি-
বলেছি, সকল যন্ত্রণা থেকে মুক্ত করো;
তার কান পর্যন্ত পৌছায়নি কোনো শব্দ
নিজেকে ধিক্কার দিয়েছি-
বলেছি-
ঈশ্বর ঈশ্বর করে কেনো মরো !!

কোথাও নেই তার এতটুকু অস্তিত্ব;
বুঝেছি-
পৃথিবীতে কেবল মানুষই চিরসত্য !!