আবারও, সজোরে দুয়ার খুলি
ভাবি, এবার সকল দুঃখ ভুলি ;
সহসা বারান্দায় এসে দাঁড়াই
হাত বাড়াই, বৃষ্টিকে ছুঁতে চাই;
ডেকে মরি তারে সেই চেনা সুরে
মেঘ হয়ে সে হারিয়ে যায় দূরে;
দিন ফুরিয়ে আসে ঘনকালো রাত
নামে দুই চোখে আঝোরে জলপ্রপাত;
আবারও চোখে কেবল দুঃখ ভাসে
তবুও বসে ভাবি, যদি ফিরে আসে;
খুঁজি মরি তারে হাজার তারার ভিড়ে
যে আসে-যায়, বৃষ্টির হৃদয় চিড়ে !!