কোনখানেতে হারালো সুজন
কোন বনে পাই তার দরশন
খুঁজি লক্ষ তারার ভীড়ে
না পাই দেখা সাগর তীরে।
কোন নামেতে ডাকলে পরে
আসবে ফিরে আপন ঘরে
দেখতো যদি মলিন এ মুখ
ভাঙ্গতে কি আর পারতো এ বুক ?
জানে কেবল ঐ অন্তর্যামী
সেই তো ছিল প্রাণের স্বামী
ফিরতো যদি এক নিমিষে
হৃদয় জুড়ে রইত মিশে।।
কোন সে মায়ায় ভুললো এপথ
কোন খেয়ালে ভাঙলো শপথ
আত্মা আমার বিলাপ করে
এবার বুঝি যাবেই মরে ।।