মস্ত বড় মাথা তোমার
বসলো তাতে কাক
কণ্ঠে বাজে শিয়াল মামার
হুক্কা হুয়া ডাক!
কে তোমারে রুখতে পারে
মস্ত তুমি বীর
চলন বলন হিংস্র বাঘা
বুদ্ধি জমে ক্ষীর।
নওতো পদ্ম গোবর জলে
জংলা ভুমির চিটা
মধু মুখে দেয় নি কি মা
মেজাজ যে খিটখিটা!!
ভাবো নিজেই মহা জ্ঞানী
চটাং চটাং ভাব
উচু গাছের তুমি যেনো
জল ছাড়া এক ডাব!!
অসভ্যতার উৎসবে আজ
তুমিই নেংটারাজা
আজ তোমারে চিনেছি বেশ
মিথ্যে ভালো সাজা।।
চিল্লাচিল্লি বেশ তো পারো
ঝরিয়ে দেহে ঘাম
মূলোর মানে সবাই জানে
জানে তোমার নাম ।
বলতে গিয়েও থমকে দেখি
বদ মেজাজি লোক
অসভ্যতা ছাড়ো এবার
স্বভাব ভালো হোক।