কে বলে রে মানুষ রে তুই, বিষ ভরা যার মুখে
ক্রোধের আগুন জ্বলে দেহে, জ্বলে সারা বুকে ।।
কথার বিষে মারিস যারে, ফুরিয়ে আসে দম
নয়কো মানুষ, পশুর চেয়েও, ঘৃণ্য নরাধম ।।
উগ্র কথায় কেঁপে উঠে, শান্ত জলের ধারা
অন্ধকারে ঢাকে শোভা, তিক্ত, সেই মুখরা ।।
জড়িয়ে বুকে সহসা পিঠে, করিস কষাঘাত
ভালবাসার ছল করে তুই, ঘটাস রক্তপাত ।।
নরকুলের অযোগ্য তুই, নরকেই তোর বাস
মানুষ হয়েও ভোগের মোহে, করিস সর্বনাশ ।।
পাপাসক্ত হিংস্র মানুষ, কদর্য তোর কাজ
শত নিন্দা অপমানেও, হয়না কভু লাজ ।।
অপভাষায় বাক্যব্যয়ে, পাপ হয় তোর ভার
পরমলোকে টিকবে না তোর, স্বার্থ অহংকার ।।
দমবাজিতে ভীষণ পটু, নিন্দা পরম জনে
অভক্তি আর পরনিন্দায় ঘুণ ধরেছে মনে ।।
কি লাভ তবে জীবন যদি, ভরা থাকে পাপে
বিষের বানী , দৃষ্টতা তোর, মারবে অভিশাপে ।।
শান্ত সুবোধ কোলন হৃদয় যার বুকেতে রয়
মানুষ হয়েও মানুষ হওয়া তবেই সহজ হয় ।।
মানুষরূপী দৈত্য জীবন, অসার মননবোধ
অভিশপ্ত জীবন এবার, কর রে প্রতিরোধ ।।
৮ অক্টোবর, ২০১৭
ঢাকা, বাংলাদেশ।