অন্তরমম
=========
প্রতিটি দিবস আমায় আচ্ছাদিত করে
তোমার অরূপ প্রেমের ভাবনায় ;
নির্মল সুর সংগীতে ভরে থাকে মন
হেসে ওঠে নীল পদ্ম প্লাবিত মোহনায়।।
আমি উদ্যম রাত্রির নিশাচর হয়ে
মিশে রই ঐ কোমল বক্ষে জড়ায়ে ;
চঞ্চল হাওয়ার অনুরণন বাজে কানে
ঢেকে রাখো শীতল দুবাহু বাড়ায়ে।।
কখনও ভাঙ্গে মন প্রীতি পূর্ণ অনুরাগে
অপেক্ষার বিভাবরী হয়ে থাকে উন্মুখ;
হ্রদয় ছুয়ে থাকে গভীর স্বপ্ন আবেশ
নিবিড় বন্ধনে জাগে প্রতীতির সুখ।।
তোমার নৈকট্যে জাগে স্পর্শের অনুভূতি
অনুরাগে বুকের মাঝে জাগে পরিতোষ;
অনাবৃত ওষ্ঠে গভীর তন্ময়ে লাগে শিহরণ
ভুলে থাকি একেবারে জমে থাকা রোষ।।
প্রদোষ কালে নিমগ্ন রই তোমার ভাবনায়
কখনো উপেক্ষা সয়ে সয়ে হই পাথর সম;
গভীর আশ্বাসে পল্লবিত হয় দুই আঁখি
দিন রাত্রি তুমিই থাকো হয়ে অন্তরমম।।
২২ জুন, ২০১৮
শ্রীখন্ডি, বনপাড়া, নাটোর
বাংলাদেশ।