অন্ধ
( মিনু কোড়াইয়া- বৃষ্টিরানী)
-------
জন্ম থেকেই বন্ধ পোড়া চোখ
অন্ধকারেই থাকি বারো মাস
তোমরা দেখো জগত ভরা আলো
বুকে আমার শুধুই দীর্ঘশ্বাস ।।
কোনবা দোষে হলাম অন্ধ দুঃখি
বুঝিনা তো আলোর কেমন রূপ
আমি কেবল পূজোর ঘরে বসে
তাঁরই নামে জ্বালাই লাখো ধূপ ।।
তোমরা জানো কোন্ ফুলের কি বাহার
কোন ফুলেতে সাজে খোঁপার কেশ
আমি কেবল তারেই তুলে লই
গন্ধে যে ফুল মাতাল করে বেশ ।।
দেখিনি তো সূর্য কখন হাসে
আমার বেলা কাটে অন্ধঘরে
রাতের পাখির শুনি যখন গান
সেই সুরে মন আলোয় ওঠে ভরে ।।
মানুষ দেখে তোমরা বিচার করো
কে যে ভাল ভিতরটা কার কালো
সেই তো প্রিয় মহান আমার চোখে
যার বাণীতে হৃদয় করে আলো।।
জন্ম থেকেই অন্ধ পোড়া চোখে
মুখ দেখিনা যায়না কারেও চেনা
ছুঁয়ে দিলেই বুঝতে পারি বেশ
কে যে নকল কে হয় খাঁটি সোনা ।।
৫ জুলাই, ২০১৭
ঢাকা, বাংলাদেশ