ওরা নর-পিশাচ, ওরা বর্বর-
ওরা মানুষ নয়, ভয়ংকর;
এত জঘন্নতা দেখেও
কি করে নিশ্চুপ থাকে
আমাদের ঈশ্বর !!
শুনেছি ঈশ্বরের অপার ক্ষমতা
তার চেয়েও ক্ষমতাবান যারা;
ওরা রক্তে ভাসায় মিয়ানমার
মাথা উঁচু করেই বাঁচে তারা ।।
মানবতার স্খলন দেখে দেখে
নরপিশারেরা নাচে- হাসে ;
আমি সইতে না পারি, তাতে
ঈশ্বরের কি যায় আসে !!
আমি মানুষ নই, নই ঈশ্বর
আমার বিবেক আজ কলঙ্কিত ;
আমিও এক নর-পিশাচ
রক্ত দেখেও মাথা রাখি নত ;
তাই
রোহিঙ্গা শিশুর রক্ত পান করে
আজ আমিও হতে যাই মৃত ....
২১ নভেম্বর ২০১৬ ।।