আমি তো সেদিনই সব হারিয়েছি-
যেদিন তুমিও হারিয়েছো নিবিড় অন্ধকারে
আমার আকুল চিত্ত মর্মরে ওঠেছে
ছিন্ন হৃদয় কাঁদিছে  দুঃখের ভারে ।।

আমি তো সেদিনই সব হারিয়েছি-
পথ চেয়ে চেয়ে আকুল হয়েছি বারবার
চোখের জলে ধুয়ে গেছে সব সাজ
খুলে ফেলেছি সকল অলংকার।।

আমি তো সেদিনই সব হারিয়েছি-
ঊষার আকাশ যেদিন ঢেকেছিল মেঘে
দাউদাউ করে জ্বলেছিল চিতার আগুন
হৃদয় পুড়েছে, ক্ষয়েছে নিশ্চুপ  আবেগে ।।

আমি তো সেদিনই সব হারিয়েছি-
বাঁধন ছেড়া বৈশাখি ঝড়ের পথে
তোমার অভিসার অনন্ত অন্তরালে
আমি একাই পড়ে আছি  দুঃসহ জগতে ।।