আমি নই মানুষ
==========
অভুক্ত মৃতপ্রায় শিশু যখন খুঁজে ফিরে খাদ্য
আমার ডালা ভরে সাজাই পুজার নৈবেদ্য ।।
পৃথিবী জুড়ে হাহাকার, গলিত লাশের গন্ধে
আমার জলসা ভরে উঠে নূপুরের ছন্দে ।।
যখন যুদ্ধ বিগ্রহ বেড়ে যায় কারাগার জেলে
আমার দুইবাহু উল্লাসে সাঁতার কাটে জলে ।।
বাড়ে দৈনদশা, বিধস্ত শরীর, মৃতপ্রায় ভগ্ন
আমার কোমল পরাণ রয় তপস্যায় নিমগ্ন ।।
বিমুখ মানবিকতা যত অসমবোধ হত বিহ্বল
আমার দুচোখ স্বপ্নচারিনী বয়ে যায় কলকল ।।
ঘুরে বেড়ায় দিকেদিকে ঘোরপাপি কাফের
আমার মন বীতরাগে অলোক সম্পাত ঢের ।।
হতভাগ্য মানুষ ভোগে হৃদপীড়ায়, মারে ব্যধি
আমি উল্লাসে মাতি, পিয়াস মিটায় নিরবধি ।।
জ্বলে উঠে আগুন, পোড়ে মানুষ, বাগান, ঘর
অত্মশ্লাঘায় পরিপূর্ণ বেহিসেবি আমার অন্তর ।।
ক্ষতদেহ লয়ে ছুটে চলে শিশু তীরমুখে অবিরাম
আমি উল্লাসে নেচে বেড়াই, জপ করি তাঁর নাম ।।
ওদের চোখে ঘুম আসে না, কেবল নৈরাশ্য আঁধার
আমি অমানুষ, নিতে পারিনা কাঁধে কারো ভার ।।
আমি অধীর, কৃপণ কেবল মানুষকে করি বিদ্রোপ
চারপাশে শকুনের উপাসনা জ্বালাই কতশত ধূপ ।।
বেহিসেবি জীবনে মিটাই ক্ষুধা, করি উলঙ্গ নৃত্য
দেখিনা চোখ মেলে অধোলোকে কি ঘটে নিত্য ।।
রুগ্ন শিশুর শিয়রে ক্ষীণ আলো নিভে যায় সহসা
ঐ অাঁধারে আমি প্রাঞ্জল, সরব হয় খুশির জলসা ।।
বাতাসে মিলিয়ে যায় অনাহারীর সকল অভিযোগ
আমি নির্লিপ্ত উদাসীন, সকল একাই করি ভোগ ।।
এত নিপীড়ন ঈশ্বর নির্বিকার, কারে দেবে দোষ
আমিও অধরা, কেবলই মায়াময়, আমি নই মানুষ ।।
১৯ সেপ্টেম্বর, ২০১৭
ঢাকা, বাংলাদেশ