আমি কষ্টের বীজ রোপণ করি বুকে;
পাঁজরের শক্ত হাড় ভেঙ্গে
বীজপত্র বেরিয়ে আসে বাইরে;
আস্তে আস্ত শিকড় ছড়িয়ে পড়ে
রক্তে মাংসে হৃদপিন্ডে গ্রন্থিকোষে
শরীর জুড়ে শুরু হয় আলোড়ন;
কষ্টের শাখা প্রশাখা আর বিষপাতায়
ছেয়ে যায় আমার চারপাশ ;

বিষকাটার ভয়ে পাখিরা বসেনা,
শিকড়ের দুর্গন্ধে পথিক
ছায়া খোঁজে অন্য বৃক্ষের তলে;
ইচ্ছে করে এখনই উপড়ে ফেলি বীজ
কিন্তু সেটি কবেই মিশে গেছে রক্তের সাথে
শক্ত শিকড় ছড়িয়ে গেছে বহুদূর
পাতারা ইচ্ছেমত ঝরে আবার
নতুন পাতা জেগে ওঠে;
কাঁটাফুলে ছেয়ে যায় অরণ্য

আমি নির্বাক ; শব্দহীন
বেদখল হয়ে যায়
আমার পুরো জীবন ....!!


ঢাকা, বাংলাদেশ।
২ নভেম্বর, ২০১৭।