আমার শহর
=====
এই শহর আমার নয়!!!
এখানে খাঁখাঁ রোদ্দুর, না থাকুক বৃষ্টির জল
এখানে নেই ঘনবসতির অস্থির কোলাহল;

এই শহর আমার নয়!!!
এখানে সকলেই সরব কর্মময় যজ্ঞে
ব্যস্ততার সাথে চলে গভীর মাখামাখি;
এখানে প্রাণের সাথে গড়ে প্রাণের হৃদ্যতা
না থাকুক ভোরে কাক কোকিলের ডাকাডাকি ।।

এই শহর আমার নয়!!!
এখানে সময়ের হাত ধরে ছোটে সকলে
নেই কারো অবসর
কেউ কারো পানে দেখে না ফিরে;
এখানে বড় বড় অট্টালিকা শূন্য প্রাসাদ
নেই ঘামে ভেজা শরীরের বিকট গন্ধ
তবুও সকলেই চেনা, সকল অচেনার ভীড়ে ।।

এই শহর আমার নয়!!
এখানে  মেহনত করে বাঁচে মানুষ রাতদিন
নেই এখানে কুলী মজুর গরীরের হাহাকার;
শত প্রচেষ্টার গভীরে
সকলেই সয়ংচল, নেই অলসতার ভার।।

এই শহর আমার নয়!!
এখানে ঝিঁঝিঁ পোকার ডাক যায়না শোনা;
এখানে নেই হিংস্রতা, নেই শকুনের আনাগোনা ।
পিচঢালা পথে বাজে পাথরের গুঞ্জন;
এখানে স্বপ্ন যেনো বুলায়  দুচোখে অঞ্জন।।

এই শহর আমার নয়!!!
এখানে শান্তির পায়রা ওড়ে আকাশ জুড়ে
এখানে স্বর্ণখচিত পাহাড় হাসে সুদূরে।।
এখানে টলমল নদীর বুকে ভেসে চলে তরণি
এখানে স্বচ্ছ সরোবরে সিক্ত হয় রমণী ।।

এই শহর আমার নয়!!!
এখানে পরম নির্ভরতায় বুকের নিঃশ্বাস বহে বিশুদ্ধ
এখানে বিশাক্ত বায়ু দেহ করেনা দগ্ধ ।।
এখানে নেই যৌনতার লোলুপ দুষ্টি
এখানে নেই আতঙ্ক, নেই  অনাসৃষ্টি।।

এই শহর আমার নয়!!
এখানে ভেসে আসে আযানের সুমধুর ধ্বনি
পবিত্রতার স্পর্শ জাগে মননে;
মন্দিরে জ্বলে ধূপারতি,
দেবতার নামে সংগীতে ও ভজনে।।
এখানে নেই রেশারেশি নেই বিভেদের বেড়াজ্বাল
বলেনা কেউ অর্থহীন কথা, ওড়েনা জঞ্জাল।

এই শহর  আমার নয়!!
এখানে রাষ্ট্রনেতার ভীষণ দরদী মন
এখানে বৃক্ষের মত ছায়া দেয় সুশাসন ।।
এখানে পরম নির্ভরতায় বাঁচে মানুষের জীবন
এখানে সকলেই যেনো সকলের আত্মিয়-আপন।।

এই শহর আমার নয়!!!!
কিন্তু আমিও চাই –
আমার শহরটি হোক পরিপাটি  সুনির্মল
আমার শহরে বয়ে  যাক সুবাতাস, থাকুক পরিমল।
আমার শহরের বুকে নির্ভরতায় ফেলি নিঃশ্বাস;
সকলের মাঝেই থাকুক প্রেম প্রীতি,
থাকুক গভীর বিশ্বাস!!!

এই শহর আমার স্বপ্ন
হোক এই শহরে ই আমার অবস্থান;
থাকুক সতেজ বৃক্ষরাজি যত
সুখানোভবে বাঁচুক সকল প্রাণ ।।

১৫ জুন ২০১৮
কোয়ালা লামপুর, মালয়েশিয়া।।