ফুলের বনে যাই, পরাগের গন্ধ মাখি,
ফুলের সৌন্দর্য্যে স্নিগ্ধ হই
তবুও মন ভালো হয়না কিছুতেই।
এই সৌন্দর্য্য, গন্ধের স্নিগ্ধতা কোনো কিছুই
আমার মনকে শান্ত করতে পারে না।
আমার জীবন জুড়ে বিশাল শূন্যতা
কেবলই ছড়িয়ে থাকে শুষ্ক নীরস ব্যাধি ।।
আমি নদীর কাছে যাই, জলকণায় সিক্ত হই
ঝাপ দিই, স্রোতে গা ভিজিয়ে ছুটে যাই
তবুও আমার মন ভালো হয়না কিছুতেই।
এত তৃষ্ণা, এত হাহাকার
যেনো চিতার আগুন জ্বলতে জ্বলতে
ঝলসে ওঠে পুরো জীবনটাই।
আমি পাহাড়ের কাছে যাই, আকাশ ছুঁতে চাই
পাহাড়ের গা বেয়ে পৌছে যাই শিখরে
মেঘ নেমে আসে নিকটে, অঝোরে বৃষ্টি ঝরে
তবুও আমার মন ভালো নয় না কিছুতেই
কেবলই মনে হয় কোন্ পাষাণ
কঠিন পাথর বুকে চাপিয়ে
নিষ্ফল করেছে আমার সুবর্ণ জীবন।।
তারপরও আমি পূবের দিকে পথ হাঁটি
পৌছে যাই, যেখানে নক্ষত্রের ক্ষুদ্রতা সরিয়ে
রোজ সূর্য ওঠে
আলোয় আলোয় ভরিয়ে দেয় পৃথিবী
তবুও আমার মন ভালো হয় না কিছুতেই
আমি সকল আলোর ভিতরে
কেবলই অন্ধকার দেখি
কেবলই অন্ধকারে পথ হাঁটি, আর
পৃথিবী জুড়ে শুনতে পাই শূন্যতার হাহাকার।।