মাঝি, আমার কোনো দুঃখ নেই,
তবু আমায় নিয়ে চলো ওপার ;
আমার হাত বাঁধা সোনার কাকনে,
তবু ঘোচেনা এই দৈন্যের অহংকার ।।
আমি রোজ সকালে শিউলী তলায় ছুটি
ভাবি, সযত্নে ফুল দেবো দেবতার পায়ে ;
ওপারে ঐ আকাশটার গায়েই তার বাস
আমায় সেইখানে পৌঁছে দাও তোমার নায়ে।।
আমার ঘরময় ছড়ানো রৌদ্রের দাপট
তবুও আলোর জন্য হাহাকার করে বুক
ওপার থেকে আজও তো ফিরল না নাবিক
কবেই ডুবেছিল রবি, বাড়ায়ে প্রাণের অসুখ ।।
মাঝি, তোমার ঐ ছলছল নদীর স্রোতে
ইচ্ছে করে এইখানেই চিরতরে পাতি দেহ ;
আমার আনন্দে ভরাও প্রাণ,
আমার দুঃখ করো অবসান-
তোমার কোলে এইটুক মাগি স্নেহ।