আমার কবিতা
আমার কথারা কবিতা হয়ে, ভেসে চলে দূর দেশে
যেইখানেতে সাদা বক উড়ে, সাদা মেঘ যায় ভেসে।
কখনো তারা বৃষ্টিতে ভেজে, কখনো বা কাঁপে ঝড়ে
তবুও আমি ছেড়ে দিই তারে, ফিরাতে চাইনা ঘরে।
সকল কথার কাব্য আমার, বেঁচে থাক আসমানে
বৃষ্টির মত চোখ ছুঁয়ে থাক, সকল সিক্ত প্রাণে।
ভেজা মাটির গন্ধ পেলেই, কবিতারা নামে মাঠে
সাঁঝের আগেই আসন পাতে, সোনামনিদের পাঠে।
বিরহী বধূর মুখ চেয়ে চেয়ে, কবিতার পায় ব্যথা
কালো মেঘে ঝাপসা চোখে, কেঁপে কেঁপে কয় কথা।
ব্যথা পেলেও আমার কথারা, মুখ সুখ করে রাখে
আসমান ছেড়ে মাটির পাটিতে, রঙধনু ছবি আঁকে।
মায়ের চোখের স্বপ্ন মেখে, কবিতারা উড়ায় আঁচল
পাল তুলে দেয় ভরা সাগরে, ধূয়ে দেয় চোখের জল।
আমার কবিতা বাঁচবে হেসে, মনেতে ঠাই পেলে
একটু ভালবাসতে দিও, ফিরাইওনা কোনো ছলে।
সকল কথা কবিতা হয়ে, রয়ে যাক অমলিন
সকলের মন কাব্যরসে, ভরে থাক চিরদিন।
আমার কবিতা সুখ পাখি হয়ে, থাকুক মায়ের কোলে
কাব্য নিয়ে বেঁচে রই আমি, সকল বেদনা ভুলে।
৯ ডিসেম্বর ২০১৬