প্রাসাদের ঐশ্বর্য, সমৃদ্ধি ও প্রভুত্ব
কিংবা স্নিগ্ধ কোমলতায় ভরা প্রকৃতির রূপ
কোনোকিছুই এতটা টানে না,
যতটা টানে তোমার সান্নিধ্য
যতটা বিমোহিত করে তোমার প্রেম
মত্ত করে তোমার রূপ ও গন্ধ।
আমি বারবার প্রেমে পরতে পারি
পৌরুষদীপ্ত ঐ মুখের হাসিতে,
মরতেও পারি দৃষ্টির তীক্ষ্ণতেজে
যদি একবারও মন ফেরাও-
নগন্য, ধূলি লুণ্ঠিত এই তাপসীর দিকে।
দুইহাতে পাহাড়কেও বইতে পারি,
সকল দুঃখে হতে পরি সংসারের কাণ্ডারী
যদি শুধু একবার আমার এই কুণ্ঠিত পদব্রজে
হও তুমি গিরিধারী!