আমার দুঃখই যে ভালো-
দুঃখ আমার জ্বালায় ঘরে আলো।
দুঃখ আসুক হৃদয় ঝাপি ভরে
দুঃখ থাকুক বারোটা মাস ধরে ।।
দুঃখ দিয়ে হৃদয়ে গীত গাঁথি
দুঃখ নিয়ে উৎসবে আজ মাতি।।
আমার দুঃখই যে ভালো-
দুঃখ আমার জ্বালায় ঘরে আলো।
দুঃখ আমার হৃদয় ভরা তারা
দুঃখ নিয়ে রই যে আত্মহারা।।
দুঃখ ছাড়া কেউ থাকে না কাছে
দুঃখ দুলায় হৃদয় আমার নাচে ।।
আমার দুঃখই যে ভালো-
দুঃখ আমার জ্বালায় ঘরে আলো।
দুঃখ আমার শব্দে-ছন্দে বাজে
দুঃখ আমার বেড়ায় সকল কাজে ।।
দুঃখ আমার আপন, হয়না পর
দুঃখ আমার থাকুক জনম ভর।।
আমার দুঃখই যে ভালো-
দুঃখ আমার জ্বালায় ঘরে আলো।
দুঃখ আমার কৃষ্ণ সুরের বাঁশি
দুঃখ আমার ফুরিয়ে যাওয়া হাসি।।
দুঃখ আমার গন্ধে ভরা মৌসুম
দুঃখ আমার দুচোখ ভরা ঘুম।।
আমার দুঃখই যে ভালো-
দুঃখ আমার জ্বালায় ঘরে আলো।
দুঃখ আমার সকাল বেলার রবি
দুঃখ আমার হারিয়ে যাওয়া কবি।।
দুঃখ আমার অলস্যে দিন যাপন
দুঃখ আমার হয়ে থাকুক আপন ।।