আজ অনেক দিন পর বারান্দায় এসে দাঁড়ালাম
সমস্ত জায়গাজুড়ে ধুলোর স্তুপ জমে গেছে
কারণ এখানে এখন আর বৃষ্টি ঝরে না......;
আমাকে দেখামাত্র সেই চির পরিচিত আকাশে
বিদ্যুৎ চমকে উঠলো;
সেই আলোয় অন্ধকারেও আমার চোখের জল
সমুদ্রের জলের মত চিকচিক করে উঠল ।।
পাখির কিচিরমিচির শব্দ কানে এসে বাজলো
ওরাও জেগে আছে-
আমি তো ভুলেই গিয়েছিলাম ওদের কথা।
কত গল্প হতো পাখিদের সাথে, কত গান....
কথায় কথায় আকাশে মেঘ জমতো
অঝোর ধারায় বৃষ্টি ঝরতো...
পাখিরা ভিজতো, সাথে আমিও ।
আজ বৃষ্টি নেই-
ঝড় বইছে...........
উড়ে যাচ্ছে বারান্দায় জমে থাকা ধুলো
আকস্মিক ঝড়ের আঘাতে
মাটিতে ছিটকে পড়লো আমার দেহ ;
ক্ষত থেকে ঝরে পড়লো কয়েকফোটা রক্ত....
মিশে রইল ধুলোর সাথে.....
আমার বারান্দায় এখন আর বৃষ্টি ঝরে না
.....
১৭/৩/২০১৭
ঢাকা
বাংলাদেশ