আলো আসবেই-
এক অজানা অস্থিরতা
আজ আমাকেও যেনো
বেঁধে দিয়েছে এমনি করে ;
আমিও স্বপ্ন দেখতে পারছিনা -
ডানা মেলতে পারছিনা ।।
মেঘ ঢেকে রাখছে আকাশটাকে
মাটিতে তাই খুঁজে পাইনা
নিজের ছায়াটাকেও !!!!!
কিছু শব্দ দূষণে
ভারি হয়ে আছে বাতাস ;
নিজের শব্দটাকে তাই
আটকে রেখেছি ঘরের ভিতর
ওরা নিজের সাথে নিজেই
সংঘাত করে বেরিয়ে আসার ;
দরজার খিল বড্ড শক্ত
আমি নিজেও আর
খুলতে পারছিনা ঘরের কপাট ;
তবে আমি বিশ্বাস করি
আলো ঠিক আসবেই...
আমায় মুক্ত করবে
আমার শব্দেরা আবার
পাখা মেলবে আকাশে.......
৪ মে, ২০১৭