অস্তি-মজ্জায় বাসা বেঁধেছে ব্যাধি
পীড়নে-তাপে রুক্ষ জীবৎকাল;
দৈন্যতার সুধারস বিষকাব্যসম
নিভে যায় ক্রোধে সম্মুখ মশাল।।

বিষন্ন পরিতাপে খেদ বাড়ে ক্রমে
ক্লান্তি-শ্রান্তিতে শূন্যদৃষ্টি ভার ;
প্লাবনে প্লাবনে ডুবুক  জীর্ণ প্রাসাদ
সহনের প্রলেপ মাখি ভাগ্যের চারিধার।।