দিন রাত্রি অবিরাম
অন্তরে জপি যার নাম
সে কি এসে শুধায় একবার
অন্তরে কেনো বাজে হাহাকার ?
অঙ্গে অঙ্গে অশ্রুগাহন
থরে থরে মর্ম গাথন
এঘর জুড়ে কেবল ঘোর অমানিশা
বক্ষ জুড়ে চাতকের বৃষ্টির তৃষা ।।
যার নামে বাজে এ বীণা
বাঁচে কি প্রাণ তারে বিনা ?
নিঠুর পাখি ঐ শূন্যে উড়ে যায়
আমায় ডেকে লয় মৃত্যু সীমানায়.........।