আমি স্বাধীনতার জন্য ভীষন ব্যাকুল।
কবরের অন্ধকার, ভোর হয়না-
চোখের দৃষ্টি দেয়ালে আটকে থাকে-
পাখিদের কলকাকলী কানে বাজেনা
বাতাসের নি:শ্বাস বুকে পৌছেনা
আমি বেচে আছি-
তুব মনে হয় আমি কোথাও নেই।।
আমার গানগুলো সুর খুজে পায়না-
আমার কবিতাগুলো ভাষা খুজে পায়না-
আমার স্বপ্নগুলো আকাশে ভাসেনা।।

একবিন্দু শিশিরের জন্য তৃষ্ণায় বুক ফাটে-
সূর্যের আলোর জন্য চোখ ছলছল করে-
আমি খাচার ভিতর ডানা ঝাপটে মরি-
এখান থেকে আকাশ দেখা যায়না।।

বন্ধু, আমার স্বাধীনতার ভীষণ অভাব-
তোমার জীবন থেকে একটু ভরসা-
তোমার আকাশ থেকে একফোটা বৃষ্টি-
তোমার কষ্ঠ থেকে একটি গান
তোমার সংকলন থেকে একটি কবিতা-
তোমার চোখ থেকে একটু স্বপ্ন-
তোমার হৃদয় থেকে একটু ভালবাসা-
দিবে কি আমায়?