বারবার মনে হতে থাকে এই বুঝি ফিরে এলে
বাতাসের শব্দে, পাতার শব্দে, বৃষ্টির শব্দে
কেবলই তোমার পায়ের শব্দ শুনতে পাই
তাই বারবার খুলে দিই ঘরের দোর;
সবই ভ্রম-
আমার নিঃশব্দ আকাশ, অভাগী রাত
দুচোখে ছোটে অবিরাম সমুদ্রে জলপ্রপাত
সেই যে ডুবেছিলো তপন,
ভেঙ্গে পশ্চিম গগণ
আজও সে জাগলো না হায়-
তাই আসে নাই ভোর ।।