আত্মকাব্যকথা

কবি, আমার এই অস্থির মনটা
ছুটে আসে তোর কবিতার খোঁজে ;
না তুই, না অন্য কেউ
তোর কবিতাই কেবল আমায় বোঝে !!!

না রেখে কবিতার খোঁজ তুই
পাঠকের দুয়ারে ঘুরে বেড়াস ;
আমি একাই কবিতার কাছে
পড়ে থাকি  রাতদিন বারোমাস !!

২০/১/২০১৮