কি যে বেদনা বয়ে বেড়াই মনের ভিতর
কষ্টের জলন্ত লাভায় পুড়ে ছাই হই অবিরত;
রক্ত নির্গত হয় বুকের চারপাশ ঘিরে
দিনে দিনে দুঃখ বাড়ে, বাড়ে ভীষণ ক্ষত ।
অভিসপ্ত জীবনের ভারে ন্যুয়ে পড়ে ভারাক্রান্ত মন
কবেই ফুরিয়ে গেছে ভরা তারুণ্য-চঞলা যৌবন।
প্রমোদ আমার ঘুচে গেছে চিরকালের তরে
প্রভাতকালেই ঘুচে গেছে আলোর উসষী
কুসুম বাগ শুষ্ক মরু, বাজে করুণ মর্মধ্বনি
মন্দভালে আমি যেনো আজ একান্ত তপস্বী।