দুঃসহ স্মৃতির ভার
বুকে পাথর ভাঙ্গে অবিরত;
আমি দুঃখের কাছে হার মেনে
নিজেরে রাখি নত।।

আমার সূর্য ডোবা সারাবেলা
চোখে কেবলই নামে রাত;
মেঘে  ঢাকা আকাশের তারা
এখানে আসে না প্রভাত ।।

আমার কোনোখানে মেলে না ঠাই;
তবুও ঐ আকাশে দু’হাত বাড়াই

আমার হারাবার ভয় নাই
তাই নদীর কাছে ছুটে যাই
সুধাই
নদী যেই পথে তুমি বাও
আমায় ভাসিয়ে নিয়ে যাও ;
আমার সকল দুঃখ লয়ে
ভেসে যাক তোমার নাও ।।