তোমার সভাতে আছে দেবতা সবে
আছ তুমি মহাসুখে, মহাগৌরবে;
আমি থাকি সদা হয়ে চরণদাসী
দুঃখ আমার বৈভব, আছে রাশিরাশি
দেবসম তারে আমি ভক্তি করি ভবে ।।
তোমার ঘরেতে বাজে আলোকের বীণ
আমার কলঙ্ক ভার, ব্যথা ও মলিন;
আমার এ রূপ তাঁর চরণ পরে
ফুলের নৈবেদ্যে সাজাই থরেথরে
তোমার সুখে আমি সুখি চিরদিন।।