তার সাথে দেখা হয় যদি;
বলো তারে, ঐ পথে ধরে
আমিও চলছি নিরবধি ।।

জানি না কবে শেষ হবে পথ;
এমনই তো কথা ছিল
একসাথে পৌঁছাবে দু’জনের রথ ।।

তবে কেন সে ফিরে গেল আগে;
এখনও তো ফুরায়নি বেলা
তাইতো বসে কাঁদি তপ্ত অনুরাগে ।।

তার সাথে দেখা হয় যদি
এ হার দিলাম খুলে;
বলো-
এখনও তার স্মৃতি বুকে
আকাশের পানে থাকি চোখ তুলে ।।