যত‌ই বয়স বাড়ছে দিন দিন
জীবনের কাছে বাড়ছে তত ঋণ।
বেঁচে থাকার এই লেনাদেনা ভার
জীবন থাকতে ফুরাবে না আর ।
মন, সেই কবে থেকেই ভাবছে অবিরত
অহংকার নয়,
জীবনের কাছে করি মাথা নত ।।