যতদূর তোমার পায়ের চিহ্ন ফুটেছিলো
ততদূর পর্যন্তই ছুটে গেছি-
অবশেষে সমুদ্রের কাছে এসে পৌছেছি-
স্রোতের টানে ভেসে গেছে তোমার পায়ের ধুলো
আমার আর যাওয়া হলোনা।
জলের কিনারে বসে থাকি পথ চেয়ে
যেদিন ঢেউয়ের শব্দে শুনতে পাবো
তোমার পায়ের শব্দ
সেইদিন তোমায় সঙ্গে নিয়েই ঘরে ফিরবো আমি।