স্টেশন ছেড়ে ট্রেনগুলো বাঁশি বাজিয়ে
যখন অন্য স্টেশনের দিকে ছোটে
কেবলই মনে হতে থাকে বাঁশির সুর
তীক্ষ্ণ ফলার মতো এই বুকে এসে বিঁধে
রেল লাইনের দুইধারে পড়ে থাকে
আমার রক্তমাখা শরীর আর
হাহাকারে জর্জরিত এই হৃদপিণ্ড ।।
ইচ্ছে করে ট্রেনের চাকায় জড়িয়ে থাকুক
আমার পোড়া আঁচল
বিবর্ণ আর এলোমেলো কেশ-
আমার সমস্ত দেহ -
ক্ষতবিক্ষত হৃদয় পৌছে যাক শেষ স্টেশনে
শেষ নিঃশ্বাস মিশে যাক ধূলোমাটির সাথে
যেখান থেকে আর তার
ফেরা হয়নি আমার কাছে।